lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-21T13:57:36Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে চালু হয়েছে দূই দিন ব্যাপী ন্যায্যমুল্য বাজার কার্যক্রম

Advertisement


 


 মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা  প্রতিনিধি:

 পঞ্চগড়ের ন্যায্যমুল্যে বাজার  ক্রেতাদের হাতে সবজি তুলে দেয়ার উদ্দেশ্যে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। 


সরাসরি  চাষিদের কাছ থেকে উৎপাদিত সবজি সহ নানা ধরনের পণ্য কিনে এনে বিক্রি করা হচ্ছে এই বাজারে। পঞ্চগড়  অডিটোরিয়াম চত্বরে বৃহস্পতিবার সকাল ১০ টার সময়  এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। 



বাজারে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে ক্রেতাদের, সরাসরি সতেজ ও তাজা সবজি খেত  থেকে  সংগ্রহ করা হয় এবং  অতি সুলভ মূল্যে জনগণের কাছে পৌছে দওয়ার জন্যই এই উদ্যোগ  শুরু হয়েছে। 


পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই বাজার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীরা চাষিদের খেত থেকে সবজি কিনে এনে বাজার মূল্য থেকে কম মূল্যে বিক্রি করছে। 



বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একই ভাবে প্রতি পিস লাউ ২০ টাকা, সিম ৬০ টাকা, করলা ২০, মরিচ ৬৫, বাঁধা কপি ৪০, লাল শাক ৩০, মুলা ৩৫, ডাটা ১৮, পেয়াজ ৮০, বেগুন ২০, পালং শাক ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


এ বিষয়ে ক্রেতারা বলছেন বাজার থেকে প্রায় ২০ থেকে ৩০ টাকা কমে নানা ধরনের শাক সবজি বিক্রি হচ্ছে ।আমরা কিছুটা কম দামে সবজি ক্রয় করতে পেরে অনেক খুশি সেই সাথে ধন্যবাদ জানাই যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন। 


সরজমিন ঘুরে দেখা গেছে  সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড়  ছিলো চোখে পড়ার মত। ক্রেতারা  বলছেন আরও দোকান এবং পণ্য বাড়ালে আমাদের আরও  সুবিধা হত।


সেই সাথে সপ্তাহের প্রতিদিনই ন্যায্য মূল্যের বাজার পরিচালনা করার দাবি জানান ক্রেতারা। কামাতপারা এলাকার আবু কালাম  (৪০)  বলেন বাজারের থেকে ২০ থেকে ৩০ টাকা কম মূল্যে শাক সবজি কিনতে পারছি। 


  এই বাজারে আমরা টাটকা শাক সবজি পাচ্ছি। সেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব জানান, সংগঠনের স্বেচ্ছাসেবীরা দোকান পরিচালনা করছে। আমরা সিন্ডিকেট ভাংতে এবং সাধারণ মানুষ যাতে কম মূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই দোকানে কাজ করছি।


 প্রতিদিন ভোর বেলা কৃষকের খেত থেকে আমরা সবজি কিনে এনে এখানে বিক্রি করছি। এতে মধ্য স্বত্বভোগীরা অতি মুনাফা করতে পারছেনা। কৃষকও ন্যায্য দাম পাচ্ছে । একই সাথে সাধারণ মানুষও কম দামে শাক সবজি কিনতে পারছে। বাজারে দরিদ্র পরিবারদের জন্য সবজি দান বাক্সও আছে। ক্রেতারা ইচ্ছে করলে দরিদ্রদের জন্য সবজি কিনে দানও করতে পারবেন।



 এদিকে আলুর সিন্ডিকেট ভাংতে বিভিন্ন কোলেস্টরেল থেকে বুধবার ১৪ টন আলু কিনেছে জেলা প্রশাসন। পঞ্চগড় জেলার  বিভিন্ন উপজেলায় ওই আলু কম দামে বিক্রির জন্য সরবরাহ করা হচ্ছে।


জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে শাক সবজি কিনতে পারে তাই এই উদ্যোগ নেয়া হয়েছে।