lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-05T10:49:55Z
মানববন্ধন

লালপুরে তৃতীয় দিনেও চলছে ইক্ষু ক্রয় কেন্দ্রে প্রতিবাদ সভা ও মানববন্ধন

Advertisement


 


নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর  সিআইসি সাফিউদ্দৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে বহাল রাখার দাবিতে তৃতীয় দিনেও চলছে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা। 


মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার পানসিপাড়া ইক্ষুক্রয় কেন্দ্রের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও আখ চাষী হুমায়ুন কবির, বিলমাড়ীয়া ইউনিয়নে জামায়াতের সাধারণ সম্পাদক রাজন আহমেদ, দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কৃষক মোজাম্মেল হক, সুমন আহমেদ,  ফজলুল হক, মোকলেসুর রহমান, হাসানুর রহমান, আবু হানিফ প্রমুখ। 


উল্লেখ্য গত (২৯ অক্টোবর) সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্র পদায়ন করা হয়, পরবর্তীতে অর্থের বিনিময়ে কর্তৃপক্ষ শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে। উক্ত মানববন্ধন থেকে কৃষকরা শাফিউদদৌলাকে পানসিপাড়া-১ ইক্ষ কক্র কেন্দ্রে পুনর্বাহালের দাবী জানান। বক্তব্যে তারা বলেন মিলের কর্তৃপক্ষ শাফিউদ্দৌলাকে বহাল করার জন্য কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে চেয়েছেন। এবং একটি টিম এসে তদন্ত করে শাফিউদ্দৌলাকে বহাল করার প্রতিশ্রুতি দিয়েছেন।