lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-02T13:21:10Z
সমবায় দিবস

আমতলীতে জাতীয় সমবায় দিবস উৎযাপন

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে বরগুনার আমতলীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা সমবায় অফিসার মোঃ আযাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত )  মোঃ তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ঈসা। বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, পদ্মা সমবায় সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। 


সভায় এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে  সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।