lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-09T10:42:14Z
শিক্ষা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন"

Advertisement


 

আল আমিন হোসেন, পাবিপ্রবি:

“সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদযাপন করা হয়েছে।


এ উপলক্ষে আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. উদয় হাসান, শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের কার্যালয়ে এসে শেষ হয়। 


শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাশেদুল হক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান, এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে পাবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, বড় শহরগুলোকে আমাদের সঠিক পরিকল্পনামাফিক সাজাতে হবে। নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রতিটি শহরকে বসবাসের যোগ্য করে গড়ে তুলে সৌন্দর্যকে ধরে রাখতে হবে।


উল্লেখ্য, আলোচনা সভা শেষে স্বাধীনতা চত্ত্বরে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে কেক কাটা হয়।