lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-06T13:42:41Z
আইন শৃঙ্খলা

সুজানগরে চুরি ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের মত বিনিময় সভা

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে  চুরি ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , পৌর বাজার বণিক সমিতি, দোকান মালিক সমিতি  ও পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাতে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার আয়োজনে,থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলামের সভাপতিত্বে  ও সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় আরো বক্তব্যে রাখেন, বাজার বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল বিশ্বাস, পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম, পৌর বিএনপি'র সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা  যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল আলমগীর,আব্দুস সাত্তার, মতিয়ার রহমান মধু,আব্দুল আলিম, আবুল কালাম,সাদিকুল ইসলাম নাইস ও মোশারফ হোসেন,পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।