lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-16T16:43:24Z
সাহিত্য সংস্কৃতি

নোঙর'র আয়োজনে দুইবাংলার সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Advertisement


 

পাবনা জেলা প্রতিনিধি:-

গত ১৬ নভেম্বর শনিবার পাবনার ঈশ্বরদীতে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন নোঙর'র আয়োজনে সন্ধ্যা ৬ টা থেকে ঈশ্বরদী প্রেসক্লাবে দুইবাংলার সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের কবি মানিক পন্ডিত। 

নোঙর সাহিত্য গোষ্টির প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোঃ হাসানুজ্জামানের পরিকল্পনায় দুইবাংলার সাহিত্য আড্ডা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, উপদেষ্টা প্রফেসর মোঃ আব্দুদ দাইন সরকার, কবি যুধিষ্ঠির কর্মকার,কণ্ঠশিল্পী অরণী বাবু,গীতিকার চন্দন বাবু, খেলাঘর পাবনা জেলার সাধারন সম্পাদক মো :ফয়সাল জাহান,সাংবাদিক মহিদুল,নোঙর সদস্য সানাউল্লাহ, কবি আলমগীর  নিউটন, উত্তরণ পাবনার সহ সাহিত্য সম্পাদক কবি সৈয়দা সোনিয়া খাতুন, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নিলীমা নীল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুদ্র বিশ্বাস, ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষক শেখ ওয়াহেদ আলী সিন্টু, ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী এস আলমগীর, উত্তরণ পাবনার নির্বাহী সদস্য প্রফেসর মোঃ জামাল উদ্দিন,নোঙর কোঅর্ডিনেটর লুৎফর রহমান পান্জ্ঞাব প্রমুখ। 

ভারতের অতিথি মানিক পন্ডিত, নোঙর সভাপতি প্রফেসর মোঃ হাসানুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপু ও ঈশ্বরদী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক এস আলমগীর কে উত্তরণ পাবনার পক্ষ থেকে লাল সবুজের উত্তরীয় দিয়ে সম্মান জানান উত্তরণ পাবনা সভাপতি আলমগীর কবীর হৃদয়, উপদেষ্টা প্রফেসর আব্দুদ দাইন সরকার, সাহিত্য সম্পাদক নীলিমা নীল ও সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন।