lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-03T04:36:46Z
মেধা বৃত্তি পরীক্ষা

সুনামগঞ্জের ১১ উপজেলায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত

Advertisement


 

সুনামগঞ্জ, সংবাদদাতা:

সর্বাধিক প্রচারিত শিশু কিশোরদের মাসিক সাহিত্য ম্যাগাজিন কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার  উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী  সর্ববৃহৎ মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 


আজ ২ নভেম্বর (শনিবার) সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলায় সর্বমোট ১৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সকাল ১০ টায় শুরু হওয়া মেধাবৃত্তি পরীক্ষা চলে ১১ টা ২০ মিনিট পর্যন্ত।


উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শনিবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে  শিক্ষার্থী ও অভিভাবকদের প্রানবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।


অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায়  মনোযোগী ও প্রতিযোগী হবে। 


 পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস -চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,  সুনামগঞ্জের পুলিশ সুপার  আনোয়ার হোসেন, আলহেরা জামেয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার  অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট মহানগরীর সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ফোরামের সাবেক চেয়ারম্যান হাফিজ জাকির হোসাইন, জুনাইদ আল-হাবিবসহ বিভিন্ন উপজেলার ওসি বৃন্দ এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা,  সাবেক ও বর্তমান পৃষ্টপোষকবৃন্দ। 



এছাড়াও জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,অভিভাবক ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম বিভিন্ন  শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠিত এই মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ কিশোরকন্ঠের পেইজে জানানো হবে।