lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-05T14:14:10Z
জাতীয়

মাদারগঞ্জে বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা এবং কার্যক্রম বিষয়ক মহড়া অনুষ্ঠিত

Advertisement


 


মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে ইএসডিও সুফল-২ প্রকল্পের বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা এবং কার্যক্রম বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ নভেম্বর ) গুনারীতলা  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন্স (একো) এর অর্থায়নে এবং রাইমস ও কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায়  জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে দিনব্যাপি বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম পরিকল্পনা এবং কার্যক্রম বিষয়কমহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়া কার্যক্রমে গুনারীতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ ইসলামের  সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইএসডিও এর

হেড অব ফিল্ড অপারেশন আবু জাফর নুর মোহাম্মদ,ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমূখ । মহড়া প্রদর্শণীতে সেক্টর ভিত্তিক পূর্বাভাস এর ভিত্তিতে আগাম কাযক্রম কৃষি ভিত্তিক বিশেষ পরামশ ও সেবা, প্রাণি সম্পদের জন্য সাইলেজ প্রস্তুুতকরন এবং টিকা ক্যাম্প আয়োজন ,মৎস্য বিভাগের মাধ্যমে পুকুর রক্ষণা বেক্ষণ প্রক্রিয়া, কমিউনিটি ক্লিনিক মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান, বন্যা আশ্রয়কেন্দ ব্যবস্থাপনা, বিপদাপন্ন জনগোষ্ঠির তালিকা প্রস্তুুত করন, ত্রাণ ও আর্থিক সহয়তা প্রদান কাযক্রম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও সুফল ২ প্রজেক্ট ম্যানেজার মো. আমীর হাসান। এসময় দৈনিক কালবেলা ও চ্যানেল এস টেলিভিশনের মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি আকন্দ সোহাগসহ গুনারীতলা  ইউপি সদস্য ও রাইমস প্রতিনিধিরা অংশ  নেয়।