lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-29T06:01:55Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে সাবেক সরকারী কর্মচারী কর্তৃক শ্মশানঘাটের বটগাছ কর্তণ

Advertisement


 


আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পুরাতন শ্মশান ঘাটের সরকারী জমি থেকে বট গাছটি কেটে নিয়েছে এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী। দর্শনীয় এই বটগাছ কাটা নিয়ে মুহুর্তে সামজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। বৃহস্পতিবার ২৮ (নভেম্বর) সকালে পৌর এলাকার চাঁদপুর গ্রামের সাবেক সেনা সদস্য আবুল মনসুর হেলাল কারো অনুমোদন না নিয়েই গাছটি কেটে ফেলে।



জানা যায়, মাদারগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী খরকা বিলের পাশে দর্শনীয় জায়গায় এই বটগাছটি ছিল। এই বটগাছের ছায়ায় পথচারীরা বিশ্রাম ও ক্লান্তি নিবারণ করতেন। এবং সনাতন লোকজন আগে এখানে শ্মশানঘাট হিসাবে জায়গাটি ব্যববহার করতো। পরবর্তী তে শ্মশানটি স্থানান্তরিত হলেও এখানে পূজা আর্চনা ও মানত দিতো। এ ছাড়া বিভিন্ন সময় এখানে মেলা অনুষ্ঠিত হতো।



এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ করলে বিষয়টি নিয়ে ঝড় উঠে। 



এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ্ জানান, গাছ কাটা একটি গর্হিত কাজ। খবর পেয়ে আমি সহকারী কমিশনার ( ভুমি) কে পাঠিয়েছিলাম। দুঃখের বিষয় তিনি যাওয়ার আগেই গাছটি সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। বৃক্ষ নিধনকারী র বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে এবং কাটা গাছের অংশ সরকারী ভাবে জমা রাখা হয়েছে।



এ ব্যাপারে আবুল মনসুর হেলাল এর সাথে যোগাযোগ করা হলে দাবি করেছেন গাছটি তার জমিতে। তাই তিনি কেটে ফেলেছেন।