Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঠাকুরতলায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।
১৬ ই নভেম্বর (শনিবার) বিকালে ক্ষতিগ্রস্ত জাপান দের পুত্র গোপাল দে, মানিকদে ও আদর দে'র বাড়ি পরিদর্শন করেন..উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমেদ, স্থানীয় ইউপি সদস্য সুজন কান্তি দে এর উপস্থিতিত্বে এসময় তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী, মশারি ও শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য- ১৩ ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়িতে মুহূর্তে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়! ধারণা করা হচ্ছে চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে ঘরে আগুনের সূত্রপাত। আগুনে সব কয়টি শয়ন কক্ষ ও আসবাবপত্র স্কুল সার্টিফিকেট সহ জমিজমার সব ডকুমেন্ট ও আইডি কার্ড পুড়ে ছাই হয়ে গেছে পুড়ে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীকি মারমা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে আরেও টিন ও আর্থিক সহায়তা দেওয়া হবে ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।