lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-21T05:44:05Z
আইন ও অপরাধ

আটোয়ারীতে গ্রিল কেটে প্রায় ৭ ভরি স্বর্ণ চুরি

Advertisement


 

সালাম মুর্শেদী,(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক বাড়িতে জানালার গ্রিল কেটে প্রায় ৭ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের ছোটদাপ গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে ওই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 


রফিকুল ইসলাম জানান, 'আজ মাগরিবের নামাজ পরে এক জরুরি কাজে আমরা স্বামী-স্ত্রী বাড়ির বাইরে যাই। কাজ শেষে রাত প্রায় ৯ টার দিকে বাড়ি ফিরে দরজা খুলতে গিয়ে দেখি ঘরের দরজা ভিতর থেকে লাগানো। রান্না ঘরের পাশে গিয়ে দেখি রান্না ঘরের জানালার গ্রিল কাটা। তখন আমার ছোট ভাতিজাকে কাটা গ্রিলের ভেতর দিয়ে ঘরে প্রবেশ করাই। সে দরজা খুললে ভিতরে গিয়ে দেখি ঘরের মেঝের মধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরে দেখতে পাই আলমারির মধ্যে রাখা আমাদের প্রায় ৭ ভরি স্বর্ণ সহ আরেক ড্রয়ারে থাকা দেড় লক্ষ টাকাও চুরি হয়ে গেছে'।


এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, রফিকুল ইসলামের বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও দেড় লক্ষ টাকা চুরির বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করব। পরে লিখিত অভিযোগ পেলে আমরা প্রকৃত চোরকে ধরার চেষ্টা করব এবং আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি নিশ্চিত করেন। 


অন্যদিকে একই পাড়ায় আশা অফিস সংলগ্ন সাবেক প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম এর বাসায় চেতনা নাশক প্রয়োগ করার মত ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম ও তার সহধর্মিণী অচেতন অবস্থায় বর্তমানে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


আটোয়ারীতে একেক দিন একেক বাসায় চুরি ও চেতনা নাশক প্রয়োগের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িতে চুরির আতঙ্কে সন্ধ্যার পর বাড়ির বাইরে অনেকেই যেতে চায়না। এতে ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন পার করছেন এলাকাবাসী। আটোয়ারীতে চুরি ও চেতনা নাশক প্রয়োগ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ চাচ্ছেন উপজেলাবাসী।