lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-13T11:19:08Z
অগ্নিসংযোগ

সালথায় জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন দিল প্রতিপক্ষ

Advertisement


 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আকুব্বর শেখ (৪০) নামে এক কৃষকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন ওই কৃষক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আকুব্বর শেখের সাথে প্রতিপক্ষের জাকের মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে আকুব্বরের বাড়িতে গিয়ে হামলা চালায় জাকের মাতুব্বর ও তার ছেলে রোমান মাতুব্বর। হামলার সময় রোমান কৃষক আকুব্বরের ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। যদিও এ আগুনে তেমন ক্ষতি হয়নি। 


তবে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কৃষক আকুব্বর। তার মাথা ফেটে গেছে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকুব্বর বলেন, দেশে কোনো আইন নেই, বিচার নেই। আমি গরীব মানুষ। আমার বাড়ি দখলের জন্য ওরা আজ হামলা চালিয়েছে। আমি এই বিচার কার কাছে চাইবো।



সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ওই বাড়ির নারীরা ঝামেলা করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।