lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-11T13:22:01Z
সড়ক দুর্ঘটনায়

গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত ১ আহত ৩

Advertisement


 

আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়া যাত্রীদের দ্রুতগামী কাভার্ডভ্যান চাপা দেওয়ায় ঝরনা বেগম (৪০) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী। ১১ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।  


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিল। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় হঠাৎ অটোরিকশাটির এক্সেল ভেঙে গেলে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নিহত হন। এতে আহত হন আরো তিনজন।


নিহত ঝরনা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী নয়াপাড়া গ্রামের আব্বাস আলীর স্ত্রী। এ র্দুঘটনায় আহতরা হলেন- একই গ্রামের আব্দুল খালেক (৪৫), দুলু মিয়া (৫০) ও জাহিদ মিয়া। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।  


এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের জানা, একটি কাভার্ডভ্যানটি অটোরিকশা কে চাপা দিলে ঘটনাস্থলেই ঝরনা বেগম নিহত হন। এতে আহত হন আরো তিনজন। দ্রুত পালিয়ে যাওয়ায় কাভার্ডভ্যানটি জব্দ করা সম্ভব হয়নি।