Advertisement
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলায় বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করন কর্মসূচি পালন করা হয়েছে। বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অদ্য ১৪ নভেম্বর ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার ১.৩০ ঘটিকায় সুশিলনের ব্যবস্হাপনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে সুশীলন এবং অর্থায়নে বিশ্ব খাদ্য কর্মসূচি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপজেলা সমন্বয়কারী সুশীলন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠান টি বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৭ নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আজিজুল হক স্বপন,৬ নং বুড়িরচড় ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট মোঃহুমায়ুন কবির,১০ নং নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুজ্জামান মাহফুজ ,,৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তানভীর হোসেন,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সুশীলনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ সদস্য, আনসার সদস্য সহ আরো অনেকে।
বরগুনার সদর উপজেলার সুশীলনের সমন্বয়কারী মোঃ মাহমুদুল হাসান বলেন, উপজেলা ব্যবস্থাপনার আওতায় যে সকল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান,মানুষকে সব সময় ঘূর্ণিঝড় আগাম সতর্কতা সংকেত দেয়ার প্রচেষ্টা থাকতে হবে।ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে মানুষ যখন আশ্রয় কেন্দ্রে আসে তখন তাদেরকে খাদ্য সরবরাহ দেয়ার জন্য সুশীলনকে অনুরোধ করেন।