Advertisement
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ সুলতান ফাহাদের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে। সে ওই গ্রামের মাওলানা বুলবুল হায়দারের ছেলে।
নিহতের বড় ভাই হাফেজ শাহ ফরিদ বলেন,বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দুই ভাই মিলে সাগরদিঘী যাওয়ার পথে কামালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে আমি ছিটকে রাস্তার বাহিরে গিয়ে পড়ে যাই,কিন্তু আমার ছোট ভাই শাহ সুলতান ট্রাকের বাম্পার এর সাথে মাথায় আঘাত লেগে মোটরসাইকেলসহ রাস্তার মাঝ বরাবর হেঁচড়ে গেলে ঘাতক ট্রাক তাকে পিষে চলে যায়।এসময় আমাদের মোটরসাইকেল এর গতি ছিল (৩৫+)।
পরে বড় ভাই শাহ পরান ও স্থানীয়দের সহায়তায় নিহত শাহ সুলতানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানের তার দাফন করা হবে। এদিকে সুলতান নিহতের ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।