Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃস্পতিবার দুপুরে প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা এর সভাপতিত্বে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সোয়াইব উদ্দিন সোলায়মান।
উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা'র উপস্থিতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন.. মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামশুল আলম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে দক্ষিণ শাখার সভাপতি মাস্টার শামীম ইকবাল ও উত্তর শাখার সভাপতি মাস্টার নজরুল ইসলাম, নিহত শহীদ তানবীরা ছিদ্দিক পিতা বাদশা মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন রতন, সাবেক কাউন্সিল নুরুল ইসলাম, উপজেলা জামায়াতে দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম'সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।