Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশি অভিযানে চোরসহ ৪ ব্যাক্তিকে আটক করা হয়েছে। এসময় চুরি হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্রসহ উদ্ধার করা হয়।
শুক্রবার (১লা নভেম্বর) দিবাগত রাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সুত্র জানায়, গত ২৯ অক্টোবর দিবাগত রাতে তিস্তারহাট বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দীকের হোটেল থেকে ১টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাসের চুলা, ১টি সিলিং ফ্যান, ১টি লোহার তাওয়া, ২ টি ষ্টিলের গামলা চুরি হয়ে যায়। শুক্রবার ( ১লা নভেম্বর) দিবাগত রাতে চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযুক্ত চোর তারিফ মিঞাকে (২৩) আটক করে পুলিশ। পুলিশের কাছে তারিফ চুরির বিষয়টি স্বীকার করে। তারিফ তিস্তারহাট এলাকার মৃত হাবুল খাঁ এর পুত্র। পরে তারিকের কথামতো চুরির মালামাল কেনার অপরাধে একই এলাকার জালাল উদ্দীনের পুত্র শফিকুল ইসলাম(৩৫) ও শফিয়ার রহমান (৩২), তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ জমসেদ আলী (৩১)কে আটক করে পুলিশ।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা চোর আটক ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যাক্তিদের আদালতে পাঠানো হয়েছে।