Advertisement
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে রোববার সকালে শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমি এক জ্ঞান ভিত্তিক সেশন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএস’র উদ্যোগে বেলা ১১ টায় পিভিএ হল রুমে ‘হিউম্যান লাইব্রেরি’র সেশনটি অনুষ্ঠিত হয়। জ্ঞান ভিত্তিক এ সেশন অনুষ্ঠিত হয়েছে দাতা সংস্থা একশন এইডের সহায়তায়; ‘এফোরটি’ প্রকওেল্পর আওতায়।
২ ঘন্টা ব্যাপী সেশনের উদ্বোধন করেন এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পাননা। সেশনে রিসোর্স পারসন ও ‘হিউম্যান বুক’ হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল।