lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-13T05:03:59Z
আইন ও অপরাধ

বাঘায় মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

Advertisement


 


বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় দিনদুপুরে বীমা ম‍্যানেজারকে মারপিট করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার  (১২ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টায় বাঘা জিরো পয়েন্টে এ হামলা চালানো হয়। হামলায় বলিহার গ্রামের প্রয়াত সূয‍্য কান্ত সরকারের পুত্র মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির বাঘা শাখার ম‍্যানেজার শ্রী বিধান চন্দ্র সরকার(৪০) ও একই গ্রামের-শ্রী অনিল চন্দ্র সরকারের পুত্র শ্রী অশোক সরকার(৪০)আহত হয়েছেন।পূর্ব বিরোধের জের ধরে বাঘা দক্ষিন মিলিক বাঘা( শাহদৌল সরকারি কলেজ গেইট সংলগ্ন) শ্রী আমিনী রায় সুকোর পুত্র শ্রী রায় (৩০)  মৃত প্রগোরস্থ এর পুত্র বী আমিনী রায় বুকো (৫৫) এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন শ্রী বিধান চন্দ্র সরকার।


থানায় দায়েরকৃত অভিযোগে শ্রী বিধান চন্দ্র উল্লেখ করেন,পূর্ব শত্রুতার জের ধরিয়া ইতিপূর্ণ হইতে উল্লেখিত আসামীদ্বয় আমাকে মারধর করিনে মর্মে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাইয়া থাকে। আমি দীর্ঘদিন ধরিয়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে বাধা উপজেলা শাখার ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছি। এমতাবস্থায় ইং ১২/১১/২০২৪ তাং দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় আমার অফিসের বীমার ২.৫০,০০০/-(দুই নক্ষ পঞ্চাশ হাজার) টাকা লইয়া চন্ডিপুর হইতে আমার সঙ্গীয় শ্রী অশোক সরকার বাবু (৪০) সঙ্গে লইয়া আমার ব্যবহৃত মোটর সাইকেল যোগে আমার কর্মস্থলে যাইবার সময় বাধা দেয়। বাঘা বাজারের জিরো পয়েন্টে পাকা রাস্তায় পৌছিলে, উল্লেখিত আসামীদ্বয় আমাকে রাস্তায় যাইতে দেখিয়া লোহার রড, চাইনিজ কুড়াল হাতে লইয়া আসামীদ্বয় আমার মোটর সাইকেলের গতিপথ রোধ করে অতর্কিত ভাবে ১নং আসামীর হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে লোহার রডের আঘাত লক্ষভ্রষ্ট হইয়া আমার ঘাড়ের উপরে লাগিয়া গুরুতর ফোলা জখম করে এবং আমার গায়ে থাকা জামার কলার ধরিয়া মোটর সাইকেল হইতে টানা হেঁচড়া করিয়া নামাইয়া ১নং আসামী লোহার রড দ্বারা আমাকে এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় মারপিঠ করিয়া ফোলা জখম করে। সেই সময় আমার সঙ্গীয় শ্রী অশোক সরকার বাবু আসামীদ্বয়ের হাত হইতে আমাকে ঠেকাইতে চেষ্টা করিলে ১নং আসামীর সহযোগীতায় ২নং আসামী লোহার রড দ্বারা শ্রী অশোক সরকার বাবুকে ঘাড়ে পিঠে এবং হাতের কনুইয়ের উপরের অংশে এলোপাথাড়ি ভাবে মারপিঠ করিয়া ছেলা ফোলা জখম করে। সেই সময় ২নং আসামীর সহযোগীতায় ১নং আসামী চাইনিজ কুড়াল দ্বারা আমাকে হত্যার হুমকি দিয়া আমার পরনে থাকা প্যান্টের দুই সাইডের পকেটে থাকা বীমার ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ) হাজার টাকা জোরপূর্বক বাহির করিয়া লয়। সেই সময় আমাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিলে আসামীদ্বয় আমার টাকাগুলি লইয়া দ্রুত ঘটনাস্থল হইয়ে চলিয়া যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে করেন।

 বাঘা থানা (ওসি) আবু সিদ্দিক জানান,এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।