lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-03T16:41:47Z
মানববন্ধন

শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার :

'বিনা লাভের বাজার' আয়োজনকে বাধাগ্রস্থ করা, প্যান্ডেলে সাঁটানো ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গল উপজেলা শাখা। রবিবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি তানজিয়া শিশির, শ্রীমঙ্গলে বিনা লাভের বাজারের উদ্যোক্তা কাজী মনজুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ প্রতিনিধি আবু হানিফা, শ্রীমঙ্গলের শিক্ষার্থী মোস্তাকিন মিয়া, শামসুর রহমান শাান্ত, জালাল আহমদ আবেদ, শাহিন আহমদ, তাওহিদুর রহমান, মীর নিজাম, শেখ আহমদ নাইম সাকিব, দেলোয়ার হোসেন পারভেজ, আব্দুর রহমান সাজিদ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, 'শনিবার বিকেলে আমরা শ্রীমঙ্গল কলেজ রোডস্থ জামে মসজিদ সংলগ্ন সড়কে 'বিনা লাভের বাজার'-এর প্যান্ডেল তৈরি করে ব্যানার সাঁটিয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করি। রবিবার সকাল ১০টায় শ্রীমঙ্গলে বিনা লাভের বাজার শুরু করার কথা ছিল। কিন্তু সকালে এসে দেখি আমাদের প্যান্ডেলে সাঁটানো বিনা লাভের বাজারের ব্যানার কে বা কারা ছিড়ে ফেলেছে।'

বক্তারা বলেন, 'ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থানের বিরোধী শক্তিরা রাতে আমাদের ব্যানার ছিড়ে চরম পর্যায়ের দুঃসাহস দেখিয়েছে। আমরা জানতে চাই কোন সিন্ডিকেট এবং আওয়ামী লীগের কোন প্রেতাত্মারা এমন ঘৃণিত কাজ করেছে। প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনুন। নতুবা বড় পরিসরে আমরা আন্দোলনের ডাক দেবো।'