lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-21T10:05:58Z
ছাগল বিতরণ

পুনর্বাসনের লক্ষে মাদারগঞ্জে ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

Advertisement


 

আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:

জামালপুরের মাদারগঞ্জে ভিক্ষুক মুক্ত মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে আয়বর্ধনকারী দ্রব্য সামগ্রী/ছাগল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ( ২১ নভেম্বর)  দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর কার্যালয় সম্মুখ থেকে মাদারগঞ্জ উপজেলার ৬ জন ভিক্ষুকের মাঝে ১২টি ছাগল বিতরণ করা হয়। 

এর আগে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। এসময় বক্তব্য তিনি  বলেন,বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের সকল নাগরিক যেন সমানভাবে জীবনযাপন করতে পারে,এ জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে যারা ভিক্ষাবৃত্তি পেশায় নিয়োজিত ছিলেন তাদেরকে স্বাধীনভাবে জীবনযাপন করার লক্ষে সরকারের পক্ষ থেকে মাদারগঞ্জ উপজেলার ৬ জন ভিক্ষুকের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হচ্ছে। আমরা আশা রাখি ভিক্ষকরা ছাগল পালনের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ও ভিক্ষাবৃত্তি পেশা থেকে বের হয়ে আসতে পারবেন। মাদারগঞ্জ উপজেলায় এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।