Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা::
‘উগ্রবাদী’ সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ২৯ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধা পৌর শহরের বড় মসজিদের সামনে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের পর কাচারী বাজার এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের গাইবান্ধা জেলা নেতৃবৃন্দ।
বক্তারা , ‘সন্ত্রাসীদের কোন জাতি, বর্ণ, গোত্র নেই’। তারা বাংলাদেশের ‘উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। সেইসাথে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসিরও দাবি জানান। এছাড়া যেসব সন্ত্রসীরা মসজিদে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।