Advertisement
রংপুর(গংগাচড়া)প্রতিনিধিঃ
পূ্র্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য নির্বাচন এবং শালিসি বৈঠক কে কেন্দ্র করে বিএনপি নেতা গংগাচড়া সদর ইউনিয়নের সদস্য সচিব, আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে না পেয়ে তার ভাগনা আতিকুল ইসলাম (শিপু) কে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত ২ অক্টোবর (শনিবার) রাতে উপজেলা গংগাচড়া ৪ নং ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সাবেক রেজাউল ইসলাম রাজু মেম্বার ইউপি নির্বাচনে শত্রুতা জের ধরে এ হামলা করে বলে জানিয়েছেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম । আহত আতিকুল ইসলাম শিপু(২৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতিকুল ইসলাম শিপু উপজেলার মৌলভিবাজার এলাকার আলম মিয়ার ছেলে।
এ বিষয়ে আতিকুল ইসলাম শিপুর চাচা রফিকুল ইসলাম (৩৬) পিতা মৃত হোসেন আলী সাং-নবনীদাস কুর্শাপাড়া, থানা গংগাচড়া জেলা রংপুর। তিনি গংগাচড়া মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলেন, হাজিরহাট থানার গোয়ালু পাড়ার মন্টু মিয়ার ছেলে মমিনুল ইসলাম(৪৫) এবং মোরশেদা বেগম(২৫) পিতা-মমিনুল ইসলাম ,এবং তার পাশ্ববর্তী আরাজিনিয়ামত এলাকার মৃত আনছার আলীর ছেলে সান্টু মিয়া(৩৭) রাজু মিয়া(৪৫) সাজু মিয়া (৩৮) রেদওয়ানুল ইসলাম রাকিব পিতা-মোঃ রাজু মিয়া। মোক্তার আলী ও মন্টু মিয়া সহ অজ্ঞাত আর ৪/৫ জন।
এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের স্ত্রী মোরশেদা বেগম সাথে ১ বছর ধরে সাংসারিক বিষয়ে কলহ বিবাদ জড়ায় অধিকাংশ সময় তার বাবার বাড়িতে বসবাস করে আসিতেছে।প্রায় ১ বছর থেকে সংসার না করার মর্মে মোরশেদা বেগম বাবার বাড়িতে চলে যায়। এরই ধারাবাহিকতায় রফিকুল ইসলামের সাথে বিরোধ কেন্দ্র করে ২ অক্টোবর রাত ১১ ঘটিকায় আতিকুল ইসলাম শিপু বাজারে অবস্থান করলে সেখানে রফিকুল ইসলাম ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম কে খোজ করলে তাদের কে না পেয়ে রফিকুল ইসলামে ভাতিজাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তার ওপর দা, ছেনি, লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে গংগাচড়া মডেল থানার তদন্তকারী অফিসার এসআই ডেবিট জানান, বিষয়টি এজহার দায়ের হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।