Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সাগরে মাছ ধরতে গিয়ে পানিতে কুড়িয়ে পাওয়া বোতলকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে এলাকায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে মহেশখালী হাসপাতাল থেকে ছোট কুলালপাড়ার মীর আহমেদ (৫৫) কে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়। পরে জুমার নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে মদ খেয়ে মৃত্যুর দাবীতে এলাকায় মুসল্লীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ায় দেখা দিয়েছে বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জেলে আব্দুস সামাদ সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে আনছারের দোকানে ও খাদ্য গুদামের পাশে বসে তিন দফায় মিলে ১৭/১৮ জন পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলালপাড়ার হাসান আলী পুত্র মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ভাঙ্গারি ক্রয়ের ব্যবসায়ী ছিলেন।
এছাড়া কুলালপাড়ার আবুল কালামের পুত্র সুলতান, মৃত আমির হোসেনের পুত্র শহিদুল্লা'র অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ICUতে হয়েছে। একি এলাকার মৃত মীর কাশেমের পুত্র হাফেজ উল্লাহ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং অলী আহমদের পুত্র নজরুল ইসলাম মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।
মহেশখালী থানার ওসি তদন্ত তাজ উদ্দিন জানান. বড় মহেশখালীতে এলকোহল ভেবে রাসায়নিক দ্রব্য বাসায় নিয়ে পান করে একজনের মারা গেছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি রয়েছে। বোতলে কোন ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।