lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-14T08:50:18Z
ব্রেকিং নিউজ

নিউজ করায় সাংবাদিককে হত্যার হুমকি, বালু পাচারকারীর মোকলেছের বিরু‌দ্ধে মামলা

Advertisement


 


মাদারীপুর প্রতিনিধিঃ


অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল থেকে বালু পাচার নিয়ে সংবাদ প্রচারের জেরে দৈনিক আজকের দর্পণ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরানকে মোবাইল ফো‌নে হত‌্যার হুম‌কিদাতা মোক‌লেস হাওলাদারের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। 


সাংবা‌দিক মীর ইমরান প্রাণনাশের হুমকি বিষয়ে শিবচর থানায় একটি জিডি মূল্যে গত সোমবার দুপু‌রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর মামলা রুজু  করে । 


জানা যায়, শিবচরে বালুখেকো মোকলেস হাওলাদারকে নিয়ে “বালু মহাল থেকে পাচার করে বালু বিক্রি” শিরোনামে একটি প্রতিবেদন করেন আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি মীর ইমরানসহ বিভিন্ন গনমাধ্যমকর্মীরা। প্রতিবেদন প্রচারের পর অভিযুক্ত মোকলেস হাওলাদার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মীর ইমরানকে হত্যার হুমকি দেয়। 


এরপর উপজেলা কর্মরত সাংবাদিকরা ঐ বালু পাচারকারী মোকলেস হাওলাদারকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গনমাধ্যম কর্মীরা।আদালতে দৃষ্টি আকর্ষন হয়।


বালু খেকো মোকলেসের বিরুদ্ধে শিবচর থানায় একটি জিডি করা গত ৯ নভেম্বর।


গত সোমবার দুপু‌রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর  জিডি আমলে নিয়ে মামলা রুজু করে।