lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-18T12:53:14Z
ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Advertisement


 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

“বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস এবং ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের পুরাতন কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি জেনিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মেহদী খান। এসময় সংগঠনটির সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি সত্যজিত রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক  মোঃ ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী এবং ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নিপীড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো ভূমিকা নেয়া হয়নি। আমরা বর্তমান সরকারের নিকট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দুর করার জন্য সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়।