Advertisement
ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফ থানাধীন উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সারাদিন ব্যাপী শিশুদের জন্য আন্তঃ শিশু পরিসদ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গর্জন বাগানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, টেকনাফ। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব তাসলিমা মুনির রীতা, চেয়াম্যান, ইউনিয়ন শিশু পরিষদ, বাহারছড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মঞ্জুর কাদের আহমেদ, সিনিয়র পরিচালক গণস্বাস্থ্য কেন্দ্র, জনাব সুলতান মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জিকে এ্যাকশন মিডিয়র প্রকল্প, জনাব সান্ত্বনা, এমএইচপিএসএস-সিভিটি প্রকল্প, জনাব মতিউর রহমান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর GK-MI প্রকল্প। তাহাড়াও আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, বাহারছড়া ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, অভিভাবকবৃন্দ, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন গ্রামের প্রতিনিধি, বয়স্ক এবং শিশু দলের সদস্যবৃন্দ। সারাদিনের কার্যাক্রমকে তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন- শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ।
সারাদিন ব্যাপী এই আন্তঃ শিশু পরিষদ ক্রীড়া প্রতিযোগিতায় শিশুরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেমন, মিউজিক্যাল চেয়ার খেলা, চামচ, বুড়িতে বল নিক্ষেপ, সুইসুতা দৌড়, অংক দৌড়, হাঁড়ি ভাঙ্গা, রশি খেলা, বিছুট দৌড়, গুপ্ত ধন উদ্ধার, তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা, ব্যাঙ লাফ, বা দৌড়, মোরগ লড়াই, দৌড় ইত্যাদি। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে শিশুরা প্রতিটি খেলায় অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব,ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন," খেলাধূলা শিশুদের অধিকার। খেলাধূলার মধ্যে দিয়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশ হয়। সরকার শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি ভিন্ন ধরণের এক্সা কারিকুলাম এ্যাকটিভিটির ব্যবস্থা করেছে, তারমধ্যে খেলাধূলা অন্যতম। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজকে শিশুদের জন্য সারাদিন ব্যাপী যে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতার আযোজন করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আশা করা যায় ভবিষ্যতেও এই কার্যক্রম চলামান থাকবে।"
আলোচনা সভায় বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জনাব ইউনুস আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাছাড়া খেলা শেষে অংশগ্রহণকৃত সকল শিশুদেরকে সান্তনা পুরষ্কার প্রদান করা হয়।