lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-10T13:30:11Z
কৃষি

পঞ্চগড়ে সোনালী আমন ধান কেটে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

অগ্রহায়ণ আসতে আর মাত্র কয়েক দিন বাকি এরিমধ্যে কৃষকেরা আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন, চারিদিকে ধানের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে ওঠছে।


 এখনো পুরোপুরি শীত নামতে শুরু করেনি হালকা শীতের ছোঁয়া পরেছে মাত্র,  অমরখানা ইউনিয়নের ধান চাষি মোঃ আক্কাস আলী জানান বর্তমানে বাজারে শুকনো আমন ধানের মন ১১ শত থেকে ১২  শত টাকা দরে বিক্রি হচ্ছে।


 বিঘা প্রতি সার কিটনাশক বিজতলা ও লেভার খরচ বাদ দিয়ে কিছুটা লাভ থাকে তবে ধানের দাম আর কিছুটা বাড়লে কৃষক লাভবান হতো।


 অন্যদিকে বাড়ি বাড়ি শীতের মজাদার ভাপা পিঠা, পায়েস, খির,তেল পিঠাসহ নানান আইটেমের পিঠা খেতে পিছিয়ে নেই তারা।

 তবে এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। ধান কাটা কৃষাণ -

কৃষাণীরাও খুশি এবারের আমন ধানের ফলন ভালো হওয়ায়। কোনদিন তাদেরকে বসে থাকতে হয় না, রাত পোহালেই কৃষকরা বাড়িতে  দাঁড়িয়ে থাকে ধান কাটার কাজ করার জন্য বর্তমান প্রতি বিঘা ধান কাটার মজুরি ২৮ শত টাকা।