lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-11T11:42:52Z
গণমাধ্যম

লালপুর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সালাহ্ উদ্দীন, সম্পাদক রবিন

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

উৎসব মুখর পরিবেশে নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । 


সোমবার (১১ই নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ২৭ জন, এতে ১০টি পদে মনোনয়ন উত্তোলন হলেও পাঁচ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, সভাপতি, সাধারণ-সম্পাদক সহ ৫টি পদে ভোট গ্রহণ হয়, এতে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার লালপুর প্রতিনিধি সালাহ্ উদ্দীন (কলম) প্রতীকে ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনতাজ আলী (দোয়াত কলম) প্রতীকে পেয়েছে ৬ ভোট। 


সাধারণ সম্পাদক পদে, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার লালপুর প্রতিনিধি ফারহানুর রহমান রবিন (ক্যামেরা) প্রতীকে ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে,  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় অর্থনীতির স্টাফ রিপোর্টার জামিরুল ইসলাম (মোবাইল) প্রতীকে পেয়েছে ১২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে, ফজলুর রহমান (ফ্যান) প্রতীকে ১৫ ভোট, সজিবুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আল বেরুনি (আম) প্রতীকে ১৬ ভোট, দপ্তর সম্পাদক পদে সাব্বির আহমেদ মিঠু (পানির বোতল) প্রতীকে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


বাকী ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে প্রভাষক সাহীন ইসলাম, আব্দুল মোত্তালেব রায়হান, অর্থ সম্পাদক পদে জামিল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাবুর রহমান, ধর্ম ও ক্রীড়া সংস্কৃতিক সম্পাদক পদে মো: শিমুল আলী, কার্যকরী সদস্য পদে ২জন আব্দুর রশিদ ও মোয়াজ্জেম হোসেন।


নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী জানান, সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, পরবর্তীতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, এ সময় লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান গন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ, লালপুর থানা পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।