lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-11T12:33:36Z
ব্রেকিং নিউজ

পলিথিন বর্জ্য অপসারণ করলো ২৪ এর নবদূত সেচ্ছাসেবী সংগঠন

Advertisement


 


হৃদয় হোসাইন, বিশেষ প্রতিবেদক : 

নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি,নিজ নিজ জায়গা থেকে পলিথিন বর্জ্য অপসারণ করি এই স্লোগান কে সামনে রেখে পাবনা জেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে খেলার মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন বর্জ্য অপসারণ করে ২৪ এর নবদূত সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রতিষ্ঠার পর থেকে পাবনার পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাবনা শহরের সৌন্দর্য বর্ধনে সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে দেয়ালে দেয়ালে চিত্র ও গ্রাফিতি অঙ্কন। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করে। পরিবেশের জন্য ক্ষতিকর এসব পলিথিন অপসারণ করে আগুনে জ্বালিয়ে দেয় সংগঠনের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর পৌরসভার প্রশাসক। ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন। ২৪ এর নবদূত সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি গোলাম মোর্শেদ খান শামস্।সহ-সভাপতি ফিরোজ মাহমুদ শাফিন। নারী বিষয়ক সম্পাদক নাবিউজজাহান জান্নাতি। প্রচার সম্পাদক নাহিদ হোসেন সোরভ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উমাইয়া আক্তার উষা। দপ্তরি শিরিন আক্তার লিজা। এবং মোছা; সুরাইয়া আক্তার । ধর্ম বিষয়ক সম্পাদক সাদ মাদানী। গ্রুপ পরিচালক রাকিবুল হোসেন। এবং কার্যকারী সদস্য মোহাম্মদ শাহনাওয়াজ। আশিক ই ইলাহী। আফ্রিদ ইসলাম সাদিদ আল শাহাব অর্ক। মোহাম্মদ সামিউল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।