lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-29T11:58:51Z
আইন ও অপরাধ

গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে দুইজন টেঁটাবিদ্ধসহ আহত পনেরো জন

Advertisement


 

মাহমুদ হাসান মাসুদ, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ:

গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুইজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 


শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০) নামে দুইজন টেঁটাবিদ্ধসহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।