lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-14T11:38:55Z
আইন ও অপরাধ

গাজীপুরে গুলিতে পোশাক শ্রমিক নিহত, গ্রেফতার যুবলীগ নেতা

Advertisement


 


গাজীপুর প্রতিনিধি: জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুর মহানগরীর বাসনে আওয়ামিলীগ নেতাকর্মীদের হামলার স্বীকার হয়ে পোশাক শ্রমিক নজরুল ইসলাম নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দায়ের করা হত্যা মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।



গ্রেফতারকৃত ব্যক্তি - মো. কামাল মন্ডল (৪৫), তিনি নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি বাসন থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।



মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২০ জুলাই দুপুর বারোটায় পোশাক শ্রমিক নজরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশমী গার্মেন্টসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ গ্রহন করেন। এসময় আওয়ামিলীগের নেতাকর্মীরা গুলি ছুঁড়ে, সেই গুলি এসে লাগে পোশাক শ্রমিক নজরুলের পিঠে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



নিহতের স্ত্রী পুর্নিমা বেগম বলেন, আমার স্বামী নজরুল চান্দনা চৌরাস্তা এলাকায় জোবেদা টাওয়ারে এলাকায় গার্মেন্টসে কাজ করতেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি গুলিতে নিহত হয়েছিলেন।



গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান বলেন, কামাল মন্ডল নামে একজনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।