lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T09:18:47Z
মাদক

পাবনা'য় ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Advertisement


  

     

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন'র সার্বিক দিকনির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ হাসান বাসির'র নেতৃত্বে ও সার্বিক তত্বাবধানে মাদক মুক্ত পাবনা গড়তে কাজ করে যাচ্ছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। 



তারই ধারাবাহিকতায় ৩১শে অক্টোবর (বৃহস্পতিবার) ১০ টা ৪৫ মিনিটে  ডিবি পুলিশের এসআই(নিঃ)সেলিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আমিনপুর থানাধীন জাতসাকিনী ইউনিয়নের নয়াবাড়ী গ্রামস্থ জনৈক উদ্দিনের বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ ফারুক শেখ (৩৮), পিতাঃ  আঃ হাকিম, সাং-নয়াবাড়ী পশ্চিমপাড়া, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমিনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।