Advertisement
ওবাইদুল হক, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওয়ারিশ সম্পত্তি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ভূমিদস্যু ছৈয়দ আহমদ গং এর বিরুদ্ধে
সোমবার (১১ নভেম্বর) সরজমিনে গিয়ে কাগজপত্র দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওয়ারিশ সুত্রে উক্ত জমির প্রকৃত মালিক মৃত অলি আহমদের ছেলে, বশির আহমদ, ফরিদ আহমদ, জহির আহমদ, রশিদ আহমদ, নজির আহমদ, বাদশা মিয়া ও মৌলভী তোফাজ্জল গং এর। যার খতিয়ান নং ৫০৬৭।
এ বিষয়ে যথাযথ প্রতিকার চেয়ে সেনাবাহিনী র্যাব পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে একটি অভিযোগ দায়ের করেন, এতে আজ (১১ নভেম্বর) সকালে উক্ত জমি পরিদর্শনে আসেন, এবং উভয়পক্ষের কাগজপত্র সংগ্রহ করে সমাধানের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই জমি নিয়ে বিরোধ চলে আসছে, বিষয়টি সমাধানের দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা, অন্যথায় যেকোনো মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান,আমরা বাদী বিচার প্রার্থনা করিতেছি যে, নিম্ন তপশীল বর্ণিত খতিয়ানের জমি উপরোক্ত বিবাদীগণ জবর দখল করার পাঁয়তারা করিয়া আসিতেছে। এই ব্যাপারে বিবাদী গণকে বহুবার অভিযোগ করার পর ও কোনরূপ কর্নপাত করিতেছে না বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন শালিশ অমান্য করার মত উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করিতেছে, বিধায় আমি আইন শালিশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রেকর্ডীয় জমিতে বিরোধ বিষয়ে নিষ্পত্তি করার জন্য পুলিশ যৌথবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন করিলাম।
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন এই জমি আমার, আমার বন্দোবস্ত কাগজপত্র রয়েছে , এ ছাড়া আর কোন কাগজপত্র নেই। তিনি আরো বলেন বাদীগণ সেনাবাহিনী নিয়ে আসছিল সড়েজমিনে দেখে পরবর্তীতে অফিসে কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলেছেন, আমি যে কোন সময় যেতে রাজি আছি।