Advertisement
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ (২ নভম্বের) শনিবার উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে এ সমবায় দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে সমবায়ীদের অংশ গ্রহনে একটি বর্নাঢ্য রেলী বের করা হয়।
রেলীটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. আবদুল গফফার।
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয় নিয়ে সমবায়ের বিভিন্ন বিষয়ের উপর সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, চরভদ্রাসন হাট-বাজার বণিক সমবায় সমিতি সাবেক সভাপতি- মো. শহিদুল ইসলাম, চরভদ্রাসন ঘর-মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি- মো. নজরুল ইসলাম শিকদার, এমকে, ডাঙ্গী সমবায় সমিতির সভাপতি- মো. সাইদুর রহমান ও সমবায়ী সালমা ইসলাম খুশি।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ উপজেলার ২৭ টি সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।