lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T10:11:22Z
যুব দিবস

লালপুরে জাতীয় যুব দিবস পালিত

Advertisement


 

নাটোর জেলা প্রতিনিধিঃ 

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে লালপুর উপজেলায় আজ শুক্রবার জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়, যার মধ্যে ছিল যুব র‍্যালি, আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।


র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, যিনি স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুব্রত কুমার, যুব প্রশিক্ষক মাইদুল হাসান, যুব উদ্যোক্তা আব্দুল মোতালেব রায়হান, নাটোর ইয়ুথ ব্লাড গ্রুপের সাদ্দাম হোসেন, এবং নারী উদ্যোক্তা মুরশিদা বেগম। তাঁদের বক্তব্যে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির গুরুত্বের দেওয়া উচিত বলেন। 


অনুষ্ঠানে যুবকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম এবং ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।