lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-30T07:23:43Z
আইন ও অপরাধ

মহেশখালীতে গুলিভর্তি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি'সহ গ্রেফতার-১

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

মহেশখালীতে গুলিভর্তি দেশীয় অস্ত্র  ও তিন রাউন্ড গুলি'সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


আটক শফি আলম ওরফে টোনাইয়া। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হোয়ানক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২৯ শে নভেম্বর (শুক্রবার) দুপুরে মহেশখালী থানার  মিডিয়া অ্যান্ড ভিডিও প্রেস ব্রিফ থেকে এ তথ্য জানানো হয়।


মহেশখালী থানার এসআই মহসিন চৌধুরী পিপিএম'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযোগে আটক শফি আলম, কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুমপাড়ার মৃত বদিউল আলমের ছেলে। 


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘ওইদিন ভোররাতে হোয়ানক থেকে আটক করা হলেও পালানোর চেষ্টা করে, সন্দেহ হলে ঘর তল্লাশিতে তাঁর হেফাজত থেকে গুলিভর্তি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ও অস্ত্র আইনে মামলা হয়েছে।