lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-27T13:33:30Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত

Advertisement


 

সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: 

পঞ্চগড়ের দেবীগঞ্জে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সহযোগিতায় এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।


সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হাফিজুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।


সোনালী ব্যাংক পিএলসি দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক  মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় ওয়ার্কসপে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার অতিরিক্ত পরিচালক মোঃ শহিদুল্লাহ। সহকারী আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন।


ওয়ার্কসপে বক্তারা আসল নোটের বৈশিষ্ট্য, জাল নোট চেনার উপায় এবং জালনোটের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের শাস্তি, জাল নোট প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা করেন।


ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন, যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুল মমিন প্রমুখ।


এছাড়া উপজেলার অন্তর্গত রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।