Advertisement
স্টাফ রিপোর্টারঃ
পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত পিঁপড়া'র কামড়ে আয়াত (২) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পাকশী ইউনিয়ন যুক্তিতলা গ্রামের বাসিন্দা ও লালপুর উপজেলা উপসহকারী কৃষি অফিসার রাসেল হোসেন এর মেয়ে।
আজ বুধবার (২০) নভেম্বর সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত এর পিতা রাসেল হোসেন জানান, তার স্ত্রী শিশু আয়াতকে নিয়ে উপজেলার সাহাপুর মসজিদ মোড়স্থ তার নানীর বাড়িতে ছিলেন। বুধবার সকালে আয়াত এর নানী তাকে কোলে করে বাড়ির বাহির পাশ্ববর্তী একটি জাম গাছের নীচে আসে। এসময় ওই জাম গাছ থেকে বেশ কিছু বিষাক্ত পিঁপড়া (মাজিল) শিশু আয়াতকে কামড় দেয়। এতে আয়াত এর শরীরে বিষক্রীয়ায় সে চিৎকার দিয়ে কান্না করতে থাকে, একপর্যায়ে নিশ্বাস আটকে যায়।
তিনি বলেন, শিশু আয়াত কে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আয়াত মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তার লাশ যুক্তিতলার বাড়িতে আনা হয়।
শিশু আয়াতের মৃত্যুর এ ঘটনায় সাহাপুর এবং পাকশী এলাকায় এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।