lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-30T10:42:53Z
রাজনীতি

ধামইরহাটে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

Advertisement

 


 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর সকাল ১০ টায় মহিলা ডিগ্রি কলেজে উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নওগাঁ জেলা আমির খন্দকার মোঃ আব্দুর রাকিব। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ আবু সালেহ  মুসার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এ কে এম ফজলুর রহমান, জেলা যুব বিভাগের সভাপতি মারুফ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ কামরুজ্জামান, সেক্রেটারি মোঃ রেজোয়ান, উপজেলা ওলামা সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী মনিপুরি, পৌর যুব বিভাগের মোঃ মুজাহিদ হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তাগণ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট ক্ষমতায় আনতে জনগণকে জামায়াতের সালাম ও শান্তির বার্তা পৌছে দেওয়ার আহ্বান জানান।