lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-23T11:29:29Z
শিক্ষা

আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন

Advertisement


 


স্টাফ রিপোর্টারঃ

পাবনার ঈশ্বরদীতে ২ কোটি ৮৮ লাখ টাকায়  নির্মিত আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন'র ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে।


শনিবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে উদ্বোধন অনুষ্ঠান ঘিরে এক আলোচনা সভা'র আয়োজন করা হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস সামাদ মাসুম'র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামী'র পাবনা জেলা আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।বিশেষ অতিথি ছিলেন,পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,স্কুলের গভর্নিং কমিটির পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সুবির কুমার দাস।


আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা নিয়ে কোন বানিজ্য নয়,শিক্ষা পাঠদান'র বিষয়, আমাদের সন্তানেরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী'র বাংলাদেশ বিনির্মাণে যেন দেশ গড়ার কারিগর ওয়ে উঠতে পারে। 


এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামী'র আমীর ড: নুরুজ্জামান, রোটারী ক্লাব ঈশ্বরদী'র নির্বাহী সাধারণ সম্পাদক আবু সাইদ লিটন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইয়াসিন আলী, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, ঈশ্বরদী মহিলা ডিগ্রি ও অনার্স কলেজ'র অধ্যক্ষ আব্দুল হামিদসহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।


অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী,শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।