lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-08T03:31:59Z
ব্রেকিং নিউজ

মাধবদীতে সামাজিক সংগঠন হিলফুল ফুজুলের উদ্যোগে গ্রামের রাস্তায় সড়ক বাতি স্থাপন

Advertisement


 


মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদীতে  সামাজিক সংগঠন "হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন কবিরাজপুর  " এর উদ্যোগে গ্রামের প্রতিটি রাস্তায় সড়ক বাতি স্থাপন করা হয়েছে। গত কয়েকদিনের কাজের পর গতকাল সম্পন্ন হয় কাজ। কবিরাজপুর গ্রামের রাস্তাগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈদ্যুতিক বাল্ব স্থাপন করায় গ্রামবাসীর চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।

 গ্রামবাসী সন্ধ্যার পর থেকে অন্ধকারে চলাফেরা করতে খুব অসুবিধা হতো। অন্ধকারে চলাফেরার কারণে দুর্ঘটনার ঝুঁকি ছিল বেশি এবং বিশেষ করে মহিলাদের ও শিশুদের জন্য এটি ছিল খুবই বিপজ্জনক। এই সমস্যার কথা মাথায় রেখে "হিলফুল ফুজুল ইসলামিক সংগঠন কবিরাজপুর " সংগঠনটি প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ  পয়েন্টে নতুন বাল্ব স্থাপন করে গ্রামবাসীকে একটি আলোকিত ও নিরাপদ পরিবেশ উপহার দেয়।

সংগঠনের সদস্য আবদুল আউয়াল জানান, “আমাদের লক্ষ্য ছিল গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের নিরাপদে চলাচলের ব্যবস্থা করা। বৈদ্যুতিক আলোর মাধ্যমে এখন পুরো গ্রাম আলোকিত হয়েছে, যা আমাদের সংগঠনের একটি বড় অর্জন।”

এই উদ্যোগের জন্য গ্রামবাসী অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তাঁরা মনে করেন, এর ফলে সন্ধ্যার পর গ্রামে যাতায়াত আরও নিরাপদ হয়েছে এবং এটি শিক্ষার্থীদের সন্ধ্যায় পড়াশোনার পরিবেশও উন্নত করবে।