lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-18T13:04:54Z
ব্রেকিং নিউজ

সাঘাটার বোনারপাড়ায় চেয়ারম্যান পদ ফিরে পেলেন নাছিরুল আলম স্বপন

Advertisement


 


আশরাফুল ইসলাম, গাইবান্ধা::

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন এর বিরুদ্ধে রিট দায়ের পর হাইকোর্টের নির্দেশে গাইবান্ধা জেলার  সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন । হাইকোর্টের একটি রিটে রায়ের নির্দেশেনায় তিনি স্বপদে বহাল হন এরপর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। হাইকোর্টের নির্দেশে চেয়ারম্যান পদ ফিরিয়ে পাওয়ার এ বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম।  


উল্লেখ্য, বোনারপাড়া ইউপির ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব আনেন। অনিয়ম ও অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত ২১ অক্টোবর এক প্রজ্ঞাপনে বোনারপাড়া ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করেন। জনসেবা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য উপজেলা প্রশাসন প্যানেল চেয়ারম্যানকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে। ইউ পি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন এ ব্যাপারে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। যার নং ১২৪৫৬/ ২৪ তারিখ ৫/১১/২৪ ইং। হাইকোর্ট শুনানিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করে নাছিরুল আলম স্বপনকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের নির্দেশ দেন।