Advertisement
সালাম মুর্শেদী,(পঞ্চগড়) প্রতিনিধিঃ "স্কাউটিং করবো, সুন্দর সমাজ গড়বো" এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার ইকোপার্কে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় এবং তেতুঁলিয়া উপজেলা স্কাউটস এর আয়োজনে দিনব্যাপী ওই কাব কার্ণিভালের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সবেত আলী।
এসময় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র (দেবীগঞ্জ) এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর অঞ্চলের সাবেক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) আরিফ হোসেন চৌধুরী, বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলার কমিশনার দীপক চন্দ্র সরকার, সম্পাদক দেলোয়ার হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
কাব কার্ণিভাল, কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল একটি আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। যেখানে অংশগ্রহণ করে কাব স্কাউটরা তাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আত্মাধিক ও সৃজনশীলতার চর্চা ও বিকাশ ঘটাতে পারে।
এছাড়াও কাবরা এই প্রোগ্রামে বালতিতে বল ছোড়া, ভারসাম্য রক্ষা, একপায়ে দৌড়, ঘোড় দৌড়, তীর নিক্ষেপ, টারগেট হীট, রিং ছোড়া, বোতলে পানি ভরা, পানি বহন, কচ্ছপ শিপুকার, মৎস্য শিকারের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। এই প্রোগ্রামটি বছরে এক থেকে দুই বার আয়োজন করা যেতে পারে। অনুষ্ঠান শেষে কাব কার্ণিভালে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।