Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা::
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কামালের ভিটা নামক স্থানের বিল থেকে বালু উত্তোলন বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ৩ নভেম্বর রবিবার বিকালে ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ অভিযান পরিচালনা কালে ২টি শ্যালো মেশিন, বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ টি ট্রাক্টর ১ টি ভ্যেকু, ৩ লাখ ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় প্রায় ৫-৬শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, ঐ এলাকার একটি প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আবাদি জমি থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ কারণে প্রতি বছরই বর্ষার মৌসুমে পাইকার কামালের ভিটা এলাকার কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে জানান এলাকাবাসীরা।
সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি। তবে বালু সরবরাহ কারী ২ জনের নিকট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তবে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।