lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-01T14:49:49Z
ব্রেকিং নিউজ

অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

Advertisement


 


পাবনা প্রতিনিধি:

১ নভেম্বর শুক্রবার পাবনা জেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পাবনা শাখার 'সুবর্ণজয়ন্তী উৎসব'। শাখা পরিচালক তোফাজ্জল হোসেন তুহিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এবং প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিক গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় শহরের সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর হুমায়ুন কবির, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, পাবনা টাউন গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক ও কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক সাহিত্য সম্পাদক রুহুল আমিন রিয়াজী ও কেন্দ্রীয় আসরের প্রচার সম্পাদক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কাশিনাথপুর শাখার ম্যানেজার ও ফুলকুঁড়ি আসর পাবনা শাখার সহ-সভাপতি সাজ্জাদ হোসেন রাজু। 


পাবনার বিভিন্ন স্কুল থেকে আগত দুই শতাধিক শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্খীদের নিয়ে আয়োজিত এ উৎসব মুখর ছিলো নানা আয়োজনে। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর পাবনা শাখা কর্তৃক আয়োজিত, আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন ৫টি প্রতিযোগিতায় ৯৪টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা আবৃত্তি, থিম সং সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয়। উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের অভিব্যাক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসরের উত্তরোত্তর সফলতা কামনা করেন। 


উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ - ০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।