lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-16T02:00:54Z
জাতীয়

রাজশাহী‌তে ইজতেমা মাঠে মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা, পা‌নি ও ওষুধ বিতরণ

Advertisement


 

নিজস্ব প্রতি‌বেদক:

রাজশাহী‌তে ইজতেমা উপলক্ষে সর্বস্তরের মুসল্লিদের সা‌ঝে বিনামূ‌ল্যে পানি, চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক‌রে‌ছেন মহানগর জাতীয়বাদী যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও আখতারুজ্জামান ফাউন্ডেশনের প‌রিচালক ফৌজিয়া আবিদা জেসি।


বৃহস্প‌তিবার থে‌কে শুরু হওয়া তিন দিনব‌্যা‌পি অনু‌ষ্ঠিত  ইজ‌তেমায় দূর দূরান্ত থে‌কে অংশ নেওয়া হাজার হাজার মুস‌ল্লি‌দের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও চিকিৎসা‌ সেবার এই ব্যবস্থা সুব্যবস্থা করেন।


আ‌য়োজকরা জানান, ইজতেমা স্থলে অস্থায়ী মে‌ডি‌কেল ক‌্যাম্প স্থাপন ক‌রে মুস‌ল্লি‌দের ফ্রি চি‌কিৎসা সেবা,ওষুধ ও বিশুদ্ধ পা‌নি সরবরাহের ব‌্যবস্থা করা হয়। ইজ‌তেমা স্থল ছাড়াও  পার্শ্ববর্তী বিভিন্ন পয়েন্টে উদ্যোক্তারা ক‌য়েক‌টি গ্রু‌পে যোগদান করে বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন ইজতেমার মুসল্লিরা।

 

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসাসেবা প্রদানের জন্য আমাদের পক্ষ থেকে ইজতেমা ময়দানের পাশের চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই চিকিৎসা কেন্দ্রে শত শত রোগীকে প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।


তিনি আরও ব‌লেন, আমা‌দের এই সেবামূলক কা‌জে  মুসল্লিদের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পা‌নি সরবরাহের ব‌্যবস্থা করেন আখতারুজ্জামান ফাউন্ডেশনের অন‌্যতম প‌রিচালক ফৌজিয়া আবিদা জেসি।