lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-23T13:10:54Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে জমি বুঝে পেলেন কৃষক জহরুল মোল্লা

Advertisement


 


মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন কৃষক জহরুল মোল্লা। ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। শনিবার ( ২৩ নভেম্বর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জহরুল মোল্লার জমি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক শেখ রাসেলের নেতৃত্বে আদালতের অন্যান্য লোকজন জমির সীমানায় লাল কাপড় টাঙিয়ে দেয়। পরে ঢোল পিটিয়ে ঘোষণা দেয় আদালতের নির্দেশে আজ থেকে এই জমির মালিক জহরুল মোল্লা। জানা গেছে,২০০৬ সালে বেতাগা গ্রামের কৃষক জহরুল মোল্লার সাথে একই গ্রামের ফরিদুল ইসলামের সাথে বেগাতা মৌজার ২৮ শতাংশ কৃষি জমি নিয়ে বিরোধ শুরু হয়। পরে এক বছর পর ২০০৭ সালে জামালপুর আদালতে মামলা করেন কৃষক জহরুল মোল্লা। মামলায় নিম্ন আদালত কৃষক জহরুল মোল্লার পক্ষে রায়। পরে রায়ের বিরুদ্ধে বাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করলে আদালত পর্যালোচনা করে নিন্ম আদালতের রায় বহাল রাখেন।  সরেজমিন গিয়ে দেখা যায় আদালতের লোকজন ওই জমিতে লাল কাপর টাঙিয়ে দিচ্ছে ও জমির মালিক জহরুল মোল্লা বলে ঢোল পিটিয়ে ঘোষণা করা হচ্ছে। জমির মালিক কৃষক জহরুল মোল্লা  জানান, দীর্ঘ ১৭ বছর পর আদালত আমার জমি বুঝিয়ে দিলেন। আমি আদালত ও সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছি। জামালপুর জেলা দায়রা ও জজ আদালতের জারিজারক শেখ রাসেল বলেন,মামলার রায় পাওয়ায় দখল নিতে আবেদন করেছিলেন বাদী জহরুল মোল্লা । আমরা বিচারকের নির্দেশে জমির দখল বুঝিয়ে দিয়েছি।