lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-14T10:29:20Z
অর্থ আত্মসাত

এমপিওভুক্তির কথা বলে শম্ভুর অর্ধ কোটি টাকা আত্মসাৎ

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ ও টিয়াখালী কলেজ এমপিওভুক্তির কথা বলে বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই কলেজ দুটি এমপিওভুক্ত হয়নি। ভুক্তভোগী শিক্ষকরা সাংসদ শম্ভুর কাছে ওই টাকা ফেরত চাইতে গিয়ে নানাভাবে হয়রানী করছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগী শিক্ষকরা তার পরিবারের কাছে দ্রুত এ টাকা ফেরত দেয়ার দাবী জানিয়েছেন।

জানগেছে, আমতলী উপজেলার বকুলনেছা মহিলা কলেজটিতে ২০১০ সালে ডিগ্রী শাখা খোলা হয়। ২০১৮ সালে ওই কলেজটির ডিগ্রী শাখা এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু শিক্ষক কর্মচারীরে কাছ থেকে ২২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ছয় বছর পেরিয়ে গেলেও কলেজটির ডিগ্রী শাখা এমপিওভুক্ত হয়নি। এছাড়া একই উপজেলার টিয়াখালী কলেজটি এমপিওভুক্ত করে দেয়ার কথা বলে ২০১৬ সালে পচিশ লক্ষ টাকা নেয় শম্ভু। কিন্তু কলেজটি এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত না হওয়ায় এ কলেজ দুটির অন্তত শতাধিক শিক্ষক কর্মচারী খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। ভুক্তভোগী শিক্ষকদের কাছ থেকে নেয়া ৪৭ লক্ষ টাকা শম্ভু ৮  বছরেও ফেরত দেয়নি। ওই টাকা ফেরত চাইতে গিয়ে তারা (শিক্ষকরা) নানাভাবে এমপির হয়রানীর শিকার হয়েছেন বলে দাবী করেন তারা। 

বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের কর্মচারী রশিদ মৃধা কান্নাজনিত কন্ঠে বলেন, শেষ সম্বল ছিল একটি গরু। ওই গরুটি বিক্রি এক লক্ষ টাকা এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দিয়েছি। কিন্তু আমাদের বিল করে দেয়নি। ওই টাকা চাইতে গিয়ে আমি হেনেস্থার শিকার হয়েছি। আল্লাহ এর বিচার করছেন। আমার মত গরিব মানুষের টাকা মেরে খেয়েছে,আল্লাহ সইবে না। 

বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মোসাঃ শাহিনুর তালুকদার বলেন, কলেজটির ডিগ্রী শাখা এমপিওভুক্ত করার কথা বলে সাবেক সাংসদ শম্ভু ২২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। কলেজটির ডিগ্রী শাখা এমপিওভুক্ত হয়নি। ওই টাকা  শম্ভুর কাছে চাইতে গিয়ে নানাভাবে হয়রানীর শিকার হয়েছি। 

টিয়াখালী কলেজের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, জীবনে যা আয় করেছি, তার অধিকাংশ টাকা খরচ করে কলেজ প্রতিষ্ঠা করেছি। ২০১৬ সালে কলেজটির এমপিওভুক্ত করতে সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ২৫ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু কলেজটি এমপিওভুক্ত হয়নি । টাকা চাইতে গেলে দেব বলে কাল ক্ষেপন করছে। গত ৮ বছর পেরিয়ে গেলেও একটি টাকা ফেরত দেয়নি শম্ভু, উল্টো নানাভাবে হয়রানী করছেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গত সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।  বর্তমানে তিনি ছয় দিনের রিমান্ডে আছেন।