lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-23T09:59:21Z
জাতীয়

দেবীগঞ্জে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করলো প্রশাসন

Advertisement



সজীব উদ্দীন, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেওয়ার উদ্দেশ্যে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। 


শনিবার সকাল সাড়ে এগারোটায় সাধারণ ক্রেতাদের ন্যায্যমূল্যে কেনাকাটার সুবিধার্থে উপজেলা পরিষদ চত্বরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় এই ন্যায্যমূল্যের বাজারের কার্যক্রম শুরু হয়।


ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন দেবীগঞ্জ সহকারী কমিশনার ( ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন। 


এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মকবুল হোসেন।


ন্যায্য মূল্যের বাজারে সকাল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগ হাতে সারিতে দাঁড়িয়ে আলু কিনছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন সেনাসদস্যরা। বাজার পরিচালনায় সহযোগিতা করছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের স্বেচ্ছাসেবীরা। তারা অধিকাংশই ছাত্র। বাজারে আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা হলেও সেখানে ন্যায্যমূল্যের ৫৩টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারমূল্যের চেয়ে তুলনামূলক কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা।


দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার গৃহীনি লতিকা রানি রায় কম দামে আলু কিনতে ন্যায্য মূল্যের বাজারে আসেন। তিনি প্রতিবেদককে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য আজকে ৫৩ টাকায় আলু কিনলাম। বাজারের থেকে কম দামে আলু বিক্রি করায় প্রশাসন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি জানাই এরকম কার্যক্রম যেন চালু রাখে।


ন্যায্য মূল্যের বাজারে আলু কিনতে আসা জাহিরুল ইসলাম নামে এক ভ্যান চালক বলেন, বাজারে আলুর কেজি ৭০ থেকে ৭৫ টাকা। এইজন্য আমরা বাজারে না কিনে এইখানে আসছি আলু কিনতে। সরকারি ভাবে কম দামে আলু বিক্রি করায় আমরা সাধারণ মানুষ অনেক খুশি। আলুর পাশাপাশি অন্যান্য সবজি যদি কম দামে পাওয়া যেত তাহলে আমাদের আরও উপকার হতো।


ন্যায্য মূল্যে বাজার পরিচালনায় সহযোগিতা করা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য মোঃ রুমন ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পঞ্চগড়ে জেলা প্রশাসক স্যার ন্যায্য মূল্যের বাজারের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দেবীগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় আজকে ৫৩ টাকায় আলু বিক্রি শুরু করেছি। আজকে জনপ্রতি ৫ কেজি করে মোট ৩০০ লোকের কাছে এই আলু বিক্রি করা হবে। আগামীতে আলুর পাশাপাশি অন্যান্য সবজি এ বাজারে সংযুক্ত করা হবে।


এবিষয়ে দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে বাজার নিশ্চিতের লক্ষ্যে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্যমূল্যের বাজার চালু করা হয়েছে। এখানে ৫৩ টাকা কেজি দরে মোট ১৫০০ কেজি খাওয়ার আলু ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। আমরা আশা করছি এই কার্যক্রম চলমান থাকলে বাজারের সিন্ডিকেট ভাঙতে পারা যাবে এবং আলুর দামে কমে আসবে।"